ইব্রাহিম খলিল মঞ্জু :
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের আতরআলী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।।
শনিবারনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে খলিলুর রহমান নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে তার পালিত ৩টি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, তার গোয়াল ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না।শত্রুতা করে অজ্ঞাতনামা কে বা কারা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। এতে আমার তিনটি গরু পুড়ে মারা যায় এবং আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুনের ধোঁয়া দেখে ছুটে এসে গোয়াল ঘরে আগুন দেখতে পান। দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও গরুগুলোকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
Leave a Reply