বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অবস্থিত জাবির ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে গিয়ে এক রোগী গুরুতর আহত। মঙ্গলবার দুপুরে দাঁতের চিকিৎসা নিতে আসা আরমান হোসেনের ওপর হঠাৎ করে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে তার বুক ও হাতে আঘাত লাগে এবং হাতের এক অংশ কেটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জের আল ফারাহ মার্কেটের একটি পুরাতন ভবনে, যেখানে জাবির ডেন্টাল কেয়ার পরিচালনা করছেন জাকির হোসেন। যেটি মালিক ছিদ্দিক হুজুর দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করে, বিল্ডিংটি পুরাতন ও ক্ষতিগ্রস্ত অবস্থায় ভাড়া দেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আরমান হোসেনকে দ্রুত চন্দ্রগঞ্জ এসএসকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার হাতে পাঁচটি সেলাই দেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাহাকে সদরে পাঠিয়ে দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা না রেখেই ডেন্টাল ক্লিনিক চালানো হচ্ছে, যা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply