নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
চন্দ্রগঞ্জ বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ‘রাসেল মেডিকেল হল’ নামক একটি ফার্মেসির বিরুদ্ধে ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করেছে চন্দ্রগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতি।
বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মানিক। ১৩ মে সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বাজারের সকল ব্যবসায়ীকে লিখিতভাবে জানানো হয়, যাতে কেউ রাসেল ফার্মেসির সঙ্গে লেনদেন না করেন।
ফার্মেসির মালিক রাসেল করিম নকল ওষুধ সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করে বলেন, আমি জানতাম না যে ওষুধটি নকল ছিল, অনিচ্ছাকৃতভাবে অপসোনিন ফার্মার ‘ফিনিক্স’ নামে ওষুধটি নিয়েছিলাম।
লক্ষ্মীপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ডালিম চন্দ্র দাস জানান, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, নকল ওষুধ বিক্রির মতো অপরাধ রোধে প্রশাসনের তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধি একান্ত জরুরি।
Leave a Reply