বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের স্টেক ভেলী মিলনায়তনে প্রতিদিন আমার সংবাদ পত্রিকার বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী এই আয়োজনে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল সাংবাদিকতা নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিনিধিদের সঙ্গে কার্যকর মতবিনিময়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক কামরুল কানন। উদ্বোধনী বক্তব্যে সম্পাদক আশরাফ সিদ্দিকী বাবু বলেন, আমরা কেবল সংবাদ পরিবেশন করি না, বরং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চাই। আমাদের প্রতিনিধিরা দেশজুড়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে আনছেন, যা আমাদের গর্বিত করে।
সম্মেলনে বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন মাহমুদ বাদল, আকবর হোসেন সোহাগ, গোলাম মহিউদ্দিন নসু এবং ইয়াকুব নবী ইমন।
এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক মোতাচ্ছেন বিল্লাহ সবুজ, এম. মজিদুল ইসলাম, মো.আলাউদ্দিন, বজলুর রহমান মিন্টু, শিহাব উদ্দিন, কবির আহমদ ফারুক, আনোয়ার পারভেজ, মনির হোসেন সজিব, নোমান খসরু ও মো. হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ডিজিটাল মিডিয়ার এই যুগে পাঠকদের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিনিধিদের দক্ষতা বাড়াতে হবে অনলাইন সংবাদ তৈরিতে, পাঠক-প্রতিক্রিয়া বিশ্লেষণে এবং প্রযুক্তি ব্যবহারে।
আলোচনায় তথ্য যাচাইয়ের গুরুত্ব, গুজব প্রতিরোধ, নৈতিক সাংবাদিকতা এবং মাঠপর্যায়ের প্রতিনিধিদের নিরাপত্তা ও ন্যায্য সম্মানীর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিধিদের পেশাগত মানোন্নয়নের আশ্বাস দেন আয়োজকরা।
Leave a Reply