খবর পেয়ে রাতে সেনবাগ থানার এসআই সৌরজিৎ বড়–য়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ, ফোর্স রাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং (১৩) তারিখ ১০.০৫.১৯ ইং । শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ কার হয়েছে। এবং পলাতক অপর আসামীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শ্যামেরগাঁও এলাকায় রাকিব ও বাবু’র নেতৃত্বে একদল সন্ত্রাসী এক মহিলার গতিরোধ করে তারা ওই মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের চেষ্টা চালায়। এসমং ওই মহিলা চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ওই যুবকদের ধাওয়া করে রাশেদুল ইসলাম প্রকাশ রাকিব কে আটক করে গণপিটুনি দিয়ে আটকিয়ে রাখে । অপর যুবক বাবুর পালিয়ে যায়। পরে রাতে খবর সেনবাগ থানার এসআই সৌরজিৎ বড়–য়া শ্যামেরগাঁও বাজারের আওয়ামীলীগ অফিসের সামনে থেকে রাশেদুল ইসলাম প্রকাশ রাকি কে একটি এলজি সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিক করে জানান , এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
Leave a Reply