লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মোতার হাট এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি লুৎফুর রহমান হিরন (২৭), কংশনারায়নপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীর বাহিনীর সক্রিয় সদস্য বলে এলাকাবাসীর দাবি।
চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে চন্দ্রগঞ্জ থানার মোবাইল টহল দল ও যৌথ বাহিনী একযোগে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও হিরনকে আটক করা সম্ভব হয়।
অভিযানে তার কাছ থেকে ১টি চেনি, ৩টি দা, ১২টি লোহার পাইপ, ১টি হাতুড়ি, ১টি লোহার রেঞ্চ এবং ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখসহ ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। একজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply