নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দীঘলী ইউনিয়নে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রোববার (৮ জুন) দুপুরে, দীঘলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাংকিভাংগা গ্রামের হোসেন আলী বেপারী বাড়িতে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বহু পুরনো একটি চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন মৃত আবদুর রহমানের ওয়ারিশরা আব্দুশ শহীদ ও আব্দুজ জাহের। এতে বাধা দিলে মৃত শফি উল্লারগং জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেনসহ পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত হন জয়নাল, আনোয়ার, দেলোয়ার ও দেলোয়ারের স্ত্রী শিমা বেগম। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আনোয়ার হোসেন অভিযোগ করে জানান, আমাদের পূর্বপুরুষদের চলাচলের রাস্তায় জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। এ সময় তারা অতর্কিতে হামলা চালায়।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুশ শহীদ ও জাহেরের দাবি, তারা তাদের নিজস্ব জায়গায় কাজ করছিলেন। প্রতিপক্ষরা এসে তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোসলেউদ্দিন জানান, দেলোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলাম। এরপরও নির্মাণ কার্যক্রম চালাতে গিয়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
Leave a Reply