বিশেষ প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবদুন নুর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ মণির হোসাইন, কার্যনির্বাহী সদস্য ইসমত দ্দোহা বাবু, মোঃ শাহাদাত হোসেন , সদস্য মোঃ সেলিম ও নিজাম উদ্দিন।
পুনর্মিলনী অনুষ্ঠানে একে অপরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সাংবাদিকরা।
সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন,
সংগঠনের সদস্যরা পেশাগত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও আমরা এই ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
সভাপতির বক্তব্যে আবদুন নুর বলেন,
ঈদ মানেই আনন্দের মিলনমেলা। এই পুনর্মিলনী শুধু আনন্দেরই নয়, বরং আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের একতাবদ্ধতার প্রতীক, এখান থেকে আমরা পেশাদারিত্বের শিক্ষা পাই।
অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
Leave a Reply