বিশেষ প্রতিনিধি:
বৃহত্তর নোয়াখালী প্রথম দৈনিক “দৈনিক জাতীয় নিশান“ পত্রিকার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবার) দুপুরে চৌমুহনী প্রেসক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান। পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসিমুল গনি চৌধুরী মহন, চৌমুহনী ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জহিরুল হক সহেল। এ সময় সিনিয়র সাংবাদিক এম. নজির উল্যাহ,আমিরুল ইসলাম হারুন, মোস্তফা মহসিন, তাজুল ইসলাম মানিক, কামরুল ইসলাম কানন, মোঃ আলাউদ্দিন, আকবর হোসেন সোহাগ, মিজানুর রহমান বাবর, মামুন চৌধুরী, এইচ এম মান্নান মুন্না, আবদুর রহিম, শিহাব উদ্দিন, এম. মজিদুল ইসলাম, আনোয়ার পারভেজ, বজলুল রহমান মিন্টু, কবির আহমদ ফারুক, কামরুল ইসলাম দুলাল, সজিব, আরিফ, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যম ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য মোঃ আরিফুর রহমান বলেন, দীর্ঘ ৪৭ বছর ধরে জাতীয় নিশান পত্রিকা পাঠকদের আস্থা অর্জন করেছে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পত্রিকা সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রেখে চলেছে। সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর জাতীয় নিশান সেটিই করছে।
সভাপতির বক্তব্যে সম্পাদক ইয়াকুব নবী ইমন বলেন, জাতীয় নিশান সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে। আমাদের প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের কথা তুলে ধরতে। আগামী দিনে পাঠকের আস্থা ধরে রেখে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে জাতীয় নিশান।
বিশেষ অতিথি নাসিমুল চৌধুরী মহন বলেন, সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়, এটি জাতিকে পথ দেখায়। জাতীয় নিশান তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
চৌমুহনী ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ সহেল বলেন, সত্য সংবাদই সমাজকে আলোকিত করে। জাতীয় নিশান দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছে।
নির্বাহী সম্পাদক মোঃ মোস্তফা মহসিন তার বক্তব্যে বলেন, এই পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিকরা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে আরও গতিশীলভাবে সাংবাদিকতা চালিয়ে যাবে জাতীয় নিশান।
অনুষ্ঠান শেষে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply