মো. আলাউদ্দিন:
লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত হাজী সুলতান আহম্মেদের ছেলে।
তিনি মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণরাহী রেখে যান।
মরহুম তোফায়েল আহম্মেদের মৃত্যুতে দল মত নির্বিশেষে তার নিজ ইউনিয়ন ও গোটা জেলায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলমত নির্বিশেষে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply