লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা।হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসায় সোমবার সকাল ১৯টায় শুরু হয়ে বিরতীহিন ভাবে দুপুর ১টা পর্যন্ত চলে বৃত্তি পরীক্ষা।
পরিক্ষা লক্ষ্মীপুর সদর উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
শাহআলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ও শাহআলম চৌধুরী’র পারিবার ও আত্মীয় স্বজনের সহযোগিতায় লাইফ শাইন একাডেমির আয়োজন এই বৃত্তি পরীক্ষা ১মপর্ব অনুষ্ঠিত হয়।
শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক এস.আর. রানা চৌধুরী মিডিয়াকে বলেন, শাহআলম চৌধুরী আমার দাদা, তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বসুদুহিতা গ্রামের ১৯৭৮ সাল থেকে তিনবার জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন, তিনি ছৈয়দ আহম্মদ চৌধুরীর বড় ছেলে। ২০০৮সালে তিনি মৃত্যুবরন করেন। ওনার স্মৃতি রক্ষার জন্য আমরা পারিবারিক ভাবে গড়ে তুলি “শাহআলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই বৃত্তি পরীক্ষা।পর্যায়ক্রমে আমাদের আরও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্তি পরীক্ষার হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলম ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন, জাহিদ হোসাইন।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, প্রথম ও সাধারণ তিন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট প্রদান করা হবে।
বৃত্তিপরীক্ষা পর্যবেক্ষণ করেন, শাহআলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, শতদল যুবক্লাবের উপদেষ্টা সাহাব উদ্দিন বাবুল, জনতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল কাদেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা গণমাধ্যমকর্মী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply