বিশেষ প্রতিনিধি:
জমজমাট আয়োজনে শেষ হয়েছে চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুমাইয়া বৃত্তি প্রদান।
শনিবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-রাজি মেডিকেল সার্ভিসেস সত্ত্বাধিকারী ডাঃ মোঃ সহিদ উল্যা (স্বপন)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমির পরিচালনা পরিষদের পরিচালক ও সম্পাদক আবদুল মতিন, রানী জুয়েলার্স সত্ত্বাধিকারী বাবু জয়দেব চন্দ্র দেবনাথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষীপুর জেলার সমন্বয়ক মো. আজিজ, মো. এমরান, সাংবাদিক মো. আলাউদ্দিন প্রমূখ।
চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমির শিক্ষক ছাখাওয়াত হোসেন ও রিয়াদুল ইসলামের পরিচালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন,
একাডেমির সিনিয়র শিক্ষক মো. আবদুল্যাহ্, নজির আহমেদ, সেতারা বেগম, জান্নাতুল ফেরদাউস ইতি, নাসরিন আক্তার, মনিকা রানি শিংসহ বিদ্যালযের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডাঃ মোঃ সহিদ উল্যা স্বপন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
এই সময় সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমির প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেনী পর্যন্ত প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করিকে বৃত্তি প্রদান ও বার্ষিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply