বিনোদন রিপোর্ট:
প্রকাশের মাত্র দুই সপ্তাহের মাথায় ইউটিউবে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা ফজলুর রহমান বাবু এবং বীনা আক্তারের একটি মৌলিক গান।
মৌ টিভির প্রযোজনায় নির্মিত গানটির শিরোনাম তুমি আমার মনের মানুষ। চমৎকার কথা ও সুরের গানটির গীতিকার সজিব অধিকারী এবং সুরকার ছিলেন প্লাবন কোরেশি। গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন মিজানুর রহমান বাদশা।
তুমি আমার মনের মানুষ ভালোবাসি তোমারে,যতন কইরা রাখছি তোমায় আমার বুকের ভিতরে এমন কথার গানটি যেন মিষ্টি প্রেমের এক গল্প। সহজ কথামালার গানটি ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে । এছাড়া মাত্র দুই সপ্তাহের মাথায় গানটি প্রায় সাত লাখ মানুষের ভালোবাসা কুড়িয়েছে।
গানটির প্রসঙ্গে জানতে চাইলে সঙ্গীত পরিচালক মিজানুর রহমান বাদশা বলেন,গানটির কথা ও সুর বেশ,বাবু ভাই ও বীনা আক্তার গানটি দারুণ গেয়েছেন,সব মিলিয়ে অসাধারণ একটি গান,আশা করছি গানটি অনেক দূর যাবে।
Leave a Reply