বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বৃহৎ বানিজ্য কেন্দ্র চৌমুহনী স্টেশন রোডে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি হয়। ঘটনাটি ৭ জুন শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চৌমুহনী স্টেশন রোডের একুশে ক্রোকারীজ, শাপলা আবাসিক হোটেল, পদ্মা আবাসিক হোটেল, মেলা ক্রোকারীজ, নোয়াখালী ষ্টোর, সুকোমল হোমিও সহ ৫৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। সংবাদ পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, ফেনী সহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) তন্ময় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু ইউছুফ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, ভারপ্রাপ্ত বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সারসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকসহ সবাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগীতার আশ্বাস দেন।
কান্না জড়িত কন্ঠে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আরও জানান, অগ্নিকান্ডের ফলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অন্য কোন উপায় না থাকায় পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করা কঠিন হয়ে পড়বে। এ ক্ষতি কাটিয়ে ওঠা কোন মতেই সম্ভব নয়। তাই সরকারী ভাবে সহযোগীতা করার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কমনা করেন ব্যবসায়ীরা।
শুক্রবার সন্ধায় বিএনপির ভাইস চেয়ারম্যান ববরকত উল্যাহ বুলুর নির্দেশে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন ও মালিকদের সমবেদনা জানান বেগমগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: মহসিন, জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন, যুগ্ন-সাধারন সম্পাদক মো: সুজন, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রুস্তম আলী, যুগ্ন-আহবায়ক রাজু, চৌমুহনী সরকারী এস,এ,কলেজ ছাত্রদলের আহবায়ক খোরশেদ আলমসহ অন্যান্য বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply