বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই তফসিল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিসার সাদেক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ, ৩০ জুন মনোয়নপত্র দাখিল ও ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পুনরায় এই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ দিকে উত্তর জয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন উপ-নির্বাচন নিয়ে বিএনপিতে তেমন দৌড়-ঝাপ না থাকলেও সরকারি দল আওয়ামীলীগ থেকে অন্তত অর্ধডজন নেতা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারণাসহ দলীয় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। এরমধ্যে অন্যতম হচ্ছেন-সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাপ চালিয়ে যাচ্ছেন।
আমির হোসেন আমু বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে আমি নিশ্চিত বিজয়ী হবো।
Leave a Reply