বিশেষ প্রতিনিধি :
বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত কয়েক দিনে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুধবার রাতে মোঃ ইসমাইলের দোকানের তালা ভেঙ্গে চোরেরা নগদ টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঐ রাতে একই গ্রামের সামছুল আলম মাষ্টারের ঘর থেকে একটি গ্যাসের চুলা ও গ্যাসের বোতল নিয়ে যায়। মঙ্গলবার রাতে একই গ্রামের নজির আহাম্মদ নসুর দোকানের তালা ভেঙ্গে চোরেরা দোকানে প্রবেশ করে গ্যাসের চুলা, গ্যাসের বোতল ও সিগারেট সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল এবং ঐ রাতে পেট্রল পাম্পে দাঁড়ানো একটি ট্রাকের চাকা খুলে নিয়ে যায় এবং নতুন বানিয়া বাড়ীর বেল্লাল হোসেন এর বাড়ীতে চোরেরা প্রবেশ করে ৬টি ঘরের খোয়াড় থেকে কয়েক’শ হাঁস-মোরগ নিয়ে যায়। কোয়ারিয়া গ্রামের দালাল বাড়ীর রতনের ঘরের তালা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে চোরেরা ৪টি দোকানে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল চুরি ও তছনছ করে।
অন্যদিকে চৌমুহনী শহরের ডালিয়া মার্কেটের নিচতলায় অনিক টেলিকমে হানা দিয়ে চোরেরা কয়েকটি মূল্যবান মোবাইল সেট ও নগদ ৪০ হাজার টাকা এবং পোষ্ট অফিস রোডের দিবস কম্পিউটারের ২০ হাজার টাকার মালামাল চুরি করে, এবং রাত ৮টার দিকে মুখোশ পরা চোরেরা ধারালো ছুরি ঠেকিয়ে আলপনা কম্পিউটার এর মালিক আনিসুল হককে জিম্মি করে নগদ টাকা সহ কয়েক হাজার টাকার মালামাল নিয়ে যায়। কিছু কিছু স্থানে অভিযোগ পাওয়ায় পুলিশ তদন্ত করলেও অনেক স্থানে অভিযোগ না পাওয়ায় ঘটনাস্থলে যায়নি বলে পুলিশ জানায়।
উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুরে রাত হওয়ার সাথে সাথেই গ্রামের রাস্তাগুলোতে মাদকসেবীরা অবাধ বিচরণ করছে। রাত গভীর হওয়ার সাথে সাথে এদের সংখ্যাও বাড়তে থাকে। মাদকসেবীরা ঐ গ্রামের বিভিন্ন বাড়ীর বাগানে, খালপাড়ের রাস্তা, দালাল বাড়ীর দক্ষিন রাস্তা, উত্তর চৌকিদার বাড়ীর কালভার্টের উপর, অদুদ মিয়া মুন্সী বাড়ীর বাগান, বানিয়া বাড়ীর রাস্তা, বাগান ও বোল্লার দিঘীর পাড়, বৈরাগী বাড়ীর দরজা, জেলে বাড়ীর দরজা, কুমুদবাবুর বাড়ীর খাজুরিয়া পুকুরপাড়. চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রীজের উপর, কোয়ারিয়া দালাল বাড়ীতে, আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়ারপুর, মিয়াপুর, মোশাকপুর, সুলতানপুর, হরিবল্লভপুর, দক্ষিন অভিরামপুর গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসা জমজমাট ভাবে চলছে। মাদকসেবীরাই একের পর এক চুরির ঘটনা ঘটায় বলে এলাকাবাসী মনে করছে।
এব্যাপারে চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার ভুক্তভোগী জনগন আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply