লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফুল-কলম দিয়ে ১মবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়টির ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের হাতে ফুল-কলম. রুটিন কাগজ ও খাতা বিতরণ করেন ছাত্রলীগের নেতারা।
এরপর নবীন শিক্ষার্থীদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন। পরে নবীন শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।
এ দিকে ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে সকালেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।
জানা যায়, ছাত্রলীগ ছাড়া কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অন্যকোনো ছাত্রসংগঠনের দলীয় কার্যক্রম না থাকলেও ছাত্রলীগের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক দুভাগে বিভক্ত। তাই ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
Leave a Reply