প্রতিদিনের খবর ডেস্ক :
বিশ্বকাপ সামনে রেখে আয়ারল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো শীর্ষ ক্রিকেটারদের বাইরে রেখে দল সাজিয়েছে ক্যারিবীয় বোর্ড। ভারত ছাড়া আর প্রায় সব কটি দেশ এ মাসেই শুরু করবে বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প । আগামী ৫ই মে শুরু হচ্ছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়নি ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, শিমরন হেটমায়ারের মতো শীর্ষ খেলোয়াড়দের। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে ব্যস্ত রয়েছেন তারা।
দল ঘোষণা শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘দল নির্বাচনে অংশ নিয়েছেন অন্তর্বতীকালীন কোচ ফ্লয়েড রেইফার, অধিনায়ক জেসন হোল্ডার এবং অন্তর্বতীকালীন নির্বাচক কমিটির প্রধান রবার্ট হাইন্স। তারা আয়ারল্যান্ড সিরিজের জন্য এমন এক দল নির্বাচন করেছেন, যাতে যুক্তরাজ্যের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকা খেলোয়াড়ের সংখ্যা বাড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশ্বকাপের দল নয়, কারণ অনেক খেলোয়াড়ই এ সিরিজে খেলতে পারছেন না আইপিএলের জন্য।’
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল আমব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রোস্টন চেজ, শেন ডাওরিচ (উইকেটরক্ষক) ও জোনাথন কার্টার।
সুত্র : আজকালের খবর
Leave a Reply