বিশেষ প্রতিনিধিঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হলরুম ব্যবহারের অনুমতি না পাওয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ জনগন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন জানান, লিখিতো ভাবে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের হল রুমটি ১৫ আগষ্ট বিকাল ৩টায় ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য লিখিত ভাবে আবেদন করেন প্রধান শিক্ষক বরাবর ১০ই আগষ্ট। কিন্তু প্রধান শিক্ষক দিবো দিচ্ছে বলে পরে অনুমোদন দেননি। অনুমোদন না পেয়ে পরে চন্দ্রগঞ্জ বাজার গনমিলনায়তনে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এতে মানুষের সংকুলান না হওয়ায় জনগন ক্ষোভ প্রকাশ করেন।
সাধারণ জনগনের প্রশ্ন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েও কেন বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে হল রুম অনুমোদন না পাওয়ায় সধারণ জনগন নিন্দা ও ক্ষেভ প্রকাশ করেন।
এই ব্যাপারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।
Leave a Reply