বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ সভার আয়োজন করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ।
এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন। সাধারণ সম্পাদক কাজী মো. সোলায়মানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, ঢাকা মহানগর আওয়ামীলীগের নেতা ইসমাইল মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিঙ্কু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, কামরুজ্জামান নিজাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারলেই জাতির জনকের আত্ম শান্তি পাবে। আলোচনা শেষে দোয়া, মোনাজাত এবং সাধারণ মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
Leave a Reply