বিশেষ প্রতিনিধি :
প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দোয়া-মাহফিল ও আলোচনা সভায়ার আয়োজন করা হয়। শনিবার বিকালে চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে জাতীয়পাটির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মাকনিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, আলমগীর হোসেন পাঠওয়ারী।
এই সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির নেতা হাবিবুর রহমান, মহি উদ্দিন খোকন, সামছুল আলম বৃত্ত, মিনহাজুর রহমান বিন্তুু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই শ্লোগানে এরশাদ বেঁচে থাকবেন। আর এই শ্লোগানেই স্মরণ হবে এরশাদের নাম। এরশাদ আমলের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গ্রামীণ উন্নয়ন। এজন্য তিনি ‘পল্লীবন্ধু’ উপাধিও পেয়েছিলেন। উপজেলা নির্বাচনের প্রবর্তন করে তিনি মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন। বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করেছিলেন তিনি। এরশাদের আদর্শ ও তার দেখানো পথ অনুস্মরণ করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন।
আলোচনা শেষ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply