১৭ বছর পর শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে নোয়াখালী হাতিয়া উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলীকে সভাপতি ও মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক ওয়ালী উল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এর পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ সাহিত্য সম্পাদক কবি মোস্তফা ইকবাল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, হাতিয়া পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কেফায়েত উল্যা, উপজেলা যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক হুমায়ুন কবির বাবলু ও এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আল আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারন মানুষ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদী ভাংগন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে।
Leave a Reply