লক্ষ্মীপুর প্রতিনিধ :
লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে নাজমা আক্তার (১৮) ৭ সন্তানের জন্ম দেন। নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী রাজুর স্ত্রী। ৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ৩টি ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯ টা ৪৫ মিনিটে ওই ৭ সন্তানের জন্ম হয়। হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯ টা ২০ মিনিটে প্রসব বেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়। এর ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। মা নাজমা আক্তার সুস্থ্য থাকলেও ৭ সন্তান সুস্থ্য নেই বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গেছে, (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হওয়ায় ৭ সন্তানের কেউই সুস্থ্য নেই, তাদের চোখও ফোটেনি, তাদের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা.মো. আবদুল্যাহ নওশের জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের পূর্বে ৭ সন্তানের জন্ম হয়েছে। তারা ঝুঁকিতে রয়েছে। শিশুদের সুস্থ্য করতে চেষ্টা করছি। তাদের উন্নত চিকিসার জন্য শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকায় নেওয়ার আগেই তাদের সবার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহগুলো বাড়ীতে নিয়ে গেছেন।
Leave a Reply