বিশেষ প্রতিনিধি :
চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে থানার ৯টি ইউনিয়নের মাদ্রাসার প্রধান ও ঈমামদেরকে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে করেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম)।
এই সময়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, হাজির পাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর প্রমূখ।
সভাপতির বক্তব্যে বলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করার পরিপ্রেক্ষিতে যে আইন-শৃংখলার অবনতি হয়েছে। চন্দ্রগঞ্জ থানায় যেন আইন-শৃংখলা স্বাভাবিক থাকে এই জন্য আপনাদের সাথে আলোচনা করি। তিনি বলেন, আপনারা যদি মিছিল বা সমাবেশ করেন তাহলে অবশ্য আমাকে অবগত করবেন। আমি আমার উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে আপনাদের মিছিল ও সমাবেশ করতে পারেন সেই চেষ্টা করবো। হযরত মোহাম্মদ (সঃ) শুধু আপনাদের নবী না তিনি আমেদেরও নবী। নবীর বিরুদ্ধে কুটক্তি করলে বা ইসলামের বিরুদ্ধে কোন অপপ্রচার দেখলে বা শুনলে অবশ্য সংলিষ্ট থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন চন্দ্রগঞ্জ নিউ মার্কেট জামে মসজিদের ঈমাম মাওলানা আলতাফ হোসেন ।
Leave a Reply