বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কন্ট্রেকতার পোল সংলগ্ন মার্কেটে অগ্নিকান্ডে ৯টা দোকান ও ৫ লক্ষ টাকার নারিকেল পুড়ে য়ায়। এতে দোকান ঘরসহ ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীয়া আবদুল বাতেন ও দোকান ঘরের মালিক তারেক আজিজ।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১ টার সময় বৈদ্যুতিক সটসার্কিট থেকে মাকের্টে আগুন লাগে বলে ধারনা করা হচ্ছে।
বেগমগঞ্জ ফায়ার সার্ভিস জানান, আমরা খবর পেয়ে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে চৌমুহনী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুনে ৯টি দোকান দোকানে থাকা নারিকেল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দারনা করছেন অনেকে, আবার আনেকের ধারনা কেউ শত্রুতা বসত এই আগুন লাগিয়ে দিতে পারে।
আবদুল বাতেন জানান, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গলে শুনতে পারিযে দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার সব শেষ হয়েগেছে। আগুনে আমার প্রায় ৫লক্ষ টাকার নারিকেল পুড়ে যায়।তিনি আরো জানান, আমি ব্রাক থেকে লোন নিয়ে এই নারিকেল ব্যাবসা পরিচালনা করে আসছি। আগুনে আজ আমি নিঃশ্ব হয়ে গেলাম।
দোকান ঘর মালিক তারেক আজিজ জানান, আমাদের দোকান ঘর গুলো ভাড়া নিয়ে সংসার পরিচালনা করে আসছি। এই আগুনে আজ আমরা ও নিঃশ্ব হয়ে গেলাম। এই দেকান ঘর গুলো নিমার্ন করতে প্রয় ৭/৮ লক্ষ টাকা লাগবে।
Leave a Reply