বিশেষ প্রতিনিধি :
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য়তম ওয়ান নাইট গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, চন্দ্রগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদন সহিদুল ইসলাম সহিদ। ওয়ান নাইট গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন করেন, চন্দ্রগঞ্জ থানা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান জিকু, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক সদস্য শাহ পরান শাকিল, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম.মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমূখ।
এদিকে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক এ খেলা দেখতে সন্ধ্যার পর বিড় জমান। ওয়ান নাইট গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৩২টি দল অংশ গ্রহণ করে। ফাইনালে বটগাছতলা একাদশকে হারিয়ে রাব্বী একাদাশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply