বিশেষ প্রতিনিধি :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন কে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ২৬ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনায় চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, আমি আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দিত। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য দেরকে এর জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পুলিশের অগ্রগতি বিশ্বে তাক লাগিয়েছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন সামনের কাতারে। বঙ্গবন্ধু আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। আমরা যদি আমাদের চিন্তা–চেতনাকে আরও প্রসারিত করি তাহলে আমাদের দেশ আরও অনেক উন্নত হবে। এ জন্য তিনি সকলকে স্বাধীনতার চেতনায় সমুন্নত থেকে কাজ করার আহ্বান জানান। তিনি আরে বলেন, থানা হবে সাধারণ মানুষের আস্থার স্থল। চন্দ্রগঞ্জ থানায় জিডি বা অভিযোগ করতে কোন টাকা লাগবেনা, যদি থানার কোন পুলিশ টাকা নেয় তা হলে আমাকে অবশ্য জানাবেন, আমি সংঙ্গে সংঙ্গে ব্যবস্থা নিব। অবশেষে সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন । সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুর রহিম।
কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মণির হোসেন।
এরপর ফুল দিয়ে চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল ও চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, সিনিয়র সদস্য মো. সহিদুল ইসলাম ও কামালুর রহিম সমর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন আপ্র প্রমূখ।
এ সময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply