বিশেষ প্রতিনিধি :
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই শ্লোগানে চৌপল্লী কে. ডি. উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চৌপল্লী কে. ডি. উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য গিয়াস উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌপল্লী কে. ডি. উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও গ্রেটওয়াল সিরামিক ইন্ড্রাষ্টিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. শামছুল হুদা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: গোলাম মাঈন উদ্দিন, চট্টগ্রাম আয়কর উপদেষ্টা ও সাধারণ সম্পাদক টেক্সসবার এসোসিয়েশন এ্যাড. ওমর ফারুক, চট্টগ্রাম সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষক প্রভাষক নাজমা আক্তার, দত্তপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দিন, নোয়াখালী সরকারী কলেজের সহকারী অধ্যপক মো. মাসুম কবির, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কে. ডি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফিরোজ মাহমুদ বাকী, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বিজয় টিভি জেলা প্রতিনিধি সোহেল মাহামুদ মিলন, স্বদেশ প্রতিদিন এর লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন, চৌপল্লী কে. ডি. উচ্চ বিদ্যালয়ের সাবেক কো-অপ্ট সদস্য আবদুল ওহাব কন্টাকন্টার, চৌপল্লী কে. ডি. উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়নাল আবদীন পাটোয়ারী, বাবু স্বপন চন্দ্র কুরী, আবদুল খালেক, মো. বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষিত চন্দ্র দেব নাথ ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply