বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে শিমুল স্মৃতি স্মরনে ৪র্থ আসর প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকালে দেওপাড়া কাজী মার্কেট সংলগ্ন মাঠে ফাইনাল খেলে মাইজদি ইস্টার ফুটবল একাডেমী একাদশ বনাম এ আই বাংলাবাজার একাদশ অংশ গ্রহণ করে।
উক্ত খেলায় চন্দ্রগঞ্জ থানা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন – চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাসেম চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, দীঘুলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিব, দদত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সভাপতি ওবায়েদুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিটন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভনিং বডি সদস্য বাবুল হোসেন ও অহিদ মিয়া, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আলতাপ হোসেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম.মাসুদ, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক সদস্য শাহ পরান শাকিল, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমূখ।
নির্ধারিত সময়ে কোন গোল না হওয়া খেলাটি ট্রাইবেকার গোড়ায়া ট্রাইবেকার মাইজদি ইস্টার ফুটবল একাডেমী একাদশ এ আই বাংলাবাজার একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। শিমুল মিনি বার ফুটবল টুর্নামেন্ট মোট ২৪টি দল অংশ গ্রহণ করেন।
Leave a Reply