বিশেষ প্রতিনিধি :
ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাধে বেগমগঞ্জে সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) খেলাফত মজলিস চৌমুহনী শাখার ব্যানারে এ কর্মসূচিটি পালন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসময় বক্তারা বলেন, ভারত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের মুখোশ পরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করে ভারতেকে মুসলিম শূন্য করায় ঘৃন্য অপচেষ্টা চালাচ্ছে। বিজেপির চত্রছায়ায় গড়ে উঠা উগ্রবাদী সংগঠন গুলো মুসলিমদের উপর নৃশংস হামলা চালাচ্ছে। তাই শান্তি ও সম্প্রিতির এই বাংলাদেশে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর উপস্থিতি দেশ ও জাতির জন্য লজ্জাজনক। তাই তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মোদীকে দাওয়াত না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মোরশেদ আলম মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মাও. শিব্বির আহমদ, মাও. আব্দুর রহিম শাকের, মাওঃ বেলাল হোসাইন প্রমুখ।
Leave a Reply