দেশের চারটি হাসপাতালে ক’রোনাভাই’রাসে আক্রা’ন্তদের চিকি’ৎসা দেয়া হবে বলে জানিয়েছে স্বা’স্থ্য অধিদপ্তর। হাসপা’তালগুলো হলো- মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সোমবার (৯ মার্চ) থেকে হাসপা’তালগুলোতে চিকি’ৎসা কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া করো’নাভাই’রাসে আ’ক্রান্ত বলে সন্দেহ হলে স্বা’স্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ এ যোগাযোগের পরামর্শ দেয়া হচ্ছে।
সোমবার (৯ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালীর রো’গত’ত্ত্ব, রো’গনিয়’ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশে নতুন করে কোনো করো’নো ভাই’রাসে আ’ক্রান্ত রো’গী শনাক্ত হয়নি। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এরআগে রোববার (৮ মার্চ) বাংলাদেশে তিনজন ক’রোনা ভা’ইরাসে আক্রা’ন্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দু’জন। এদের মধ্যে দু’জন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কোভিড-১৯ এ আ’ক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীতে একই পরিবারের আরও এক সদস্য আক্রা’ন্ত হয়েছেন। ‘তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করো’না ভা’ইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃ’ত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাই’রাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রো’গী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে ক’রোনা আ’ক্রান্ত রো’গীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাই’রাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১০৯টি দেশে ছড়িয়েছে।-সময় নিউজ।
Leave a Reply