বিশেষ প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে লক্ষ্মীপুর সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনার উদ্যোগে স্বাস্থ্য সেবা মুলক আলোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ শাহিনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল,ডাঃ শহিদুল্লাহ স্বপন, শাহী গ্রুপের ব্যপস্থাপনা পরিচালক রায়হান চিশতী, সাংবাাদিক সোহেল মাহমুদ মিলন, মো.আলাউদ্দিন এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে হওয়ায় এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়া এবং হাচিঁ-কাশি দেয়ার সময় নাকমুখ ঢাকার পরামর্শ মেনে চলার আহ্বান জানান। করোনাভাইরাস সর্স্পকে ছাত্র-ছাত্রীদের আরো সচেতনা মুলক পরামর্শ দেন। স্কুল থেকে বাড়িতে গিয়ে প্রথমে ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুত করতে হবে তারপর খাওয়া খেতে হবে।
এসময়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন শাহী গ্রুপের ব্যপস্থাপনা পরিচালক রায়হান চিশতী।
Leave a Reply