বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হতদরিদ্র ও হোম কোয়ারেন্টিনের দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে
জাগো ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে জাগো ফাউন্ডেশন নামের একটি স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন বাড়ি গিয়ে এবং চন্দ্রগঞ্জ বাজারে বর্তমান বৈশ্বিক সমস্যা করোনাভাইরাসের কারনে বেকার দরিদ্র মানুষের কাছে খাদ্রঝদ্রব্য পৌঁছে দেন। খাদ্র দ্রব্যের প্রতিটি প্যাকেটে ছিল ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, একটি ডেটল সাবান ও একটি করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্বলিত একটি লিপলেট। হতদরিদ্র মানুষ এইরুপ অনাকাঙ্খিত উপহার পেয়ে আনন্দিত ও উচ্ছসিত।
মূলত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০৩ এসএসসি ব্যাচের ছাত্ররা মিলে ২০০৬ সালে সর্ব প্রথম “জাগো ফাউন্ডেশন” নামে এই সেচ্ছাসেবী সংগঠনটির আত্নপ্রকাশ ঘটায়। আস্তে আস্তে এর পরিধি ও ব্যপ্তি বাড়তে থাকে। আজকে মোট ৫০০কেজি চাল, ২০০কেজি আলু, ১০০কেজি ডাল ও ১০০টি সাবান বিতরণ করা হয়। সংগঠনটির একনিষ্ঠ শুভাকাঙ্খী ও সেচ্ছাসেবক মোহাম্মদ ফয়সাল এবং কার্তিক চন্দ্র দেবনাথ জানায় আমাদের আরো ফান্ড আছে, আমরা এই ধরনের কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত রাখব। তারা আরো জানায়, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো করোনাভাইরাস। তাই আমাদের সংগঠন সকল মানুষকে ঘরে রাখার প্রত্যয়ে সবার ঘরে খাবার পৌঁছে দেয়া এবং সচেতনতা মূলক লিপলেট বিতরণ করে। বাংলাদেশের মানুষের যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে এবং যেকোন উৎসবে সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে “জাগো ফাউন্ডেশন”।
আগামী ৩১ মার্চের একটি কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছে “জাগো ফাউন্ডেশন”।
Leave a Reply