বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সঙ্গরোধে থাকা এক হাজার দিনমজুরের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল এসব খাবার সামগ্রী বিতরণ করেন।
ফাউন্ডেশন সূত্র জানায়, করোনা প্রতিরোধে দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান করছে। এতে তাদের সংসারের খাদ্য সংকট নিরসনের ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে চাল-ডাল, আলু ও পেঁয়াজসহ খাদ্য খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে একটি পরিবারের ৭ দিনের খাদ্য সামগ্রী রয়েছে।
অসহায় ফাউন্ডেশন বাংলাদেশ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আলম শ্যামল বলেন, মহামারি করোনাকে প্রতিরোধ করতে দিনমজুররা বাড়িতে অবস্থান করছে। দিনে এনে দিনে খাওয়ার মানুষগুলোর আজ উপার্জন বন্ধ। এজন্য আমার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার দিনমজুরের পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
Leave a Reply