বিশেষ প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়ন ব্যাপি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান, মাস্ক, গ্লাভস ও সেনিটাইজার নিজ উদ্যেগে প্রায় ১২শ পরিবারের মাঝে চরশাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন এসব সামগ্রী বিতরণ করেন।
সোমবার দুপুরে চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রত্যেক ওয়ার্ড আওয়ামীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্যদের হাতে তুলে দেন এসব সামগ্রী।
চরশাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন বলেন, নিজ উদ্যেগে এলাকায় জনসচেতনতামূলক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধমূলক ১২শ পরিবারের মাঝে বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী, দাসের হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ দিদার হোসেনসহ প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও দলের অন্যান্যো নেতৃবৃন্দ।
Leave a Reply