বিশেষ প্রতিনিধি :
সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ঘরে থাকুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলুন বাংলাদেশে মরণঘাতী নোভেল কোভিট-১৯ করোনাভাইরাস সনাক্ত হওয়ার পরেই এই টিম প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডমাইকে সচেতনতামূলক মাইকিং করে এবং প্রত্যেক ঘরের দরজায় একটি সতর্কতার লিফলেট ঝুলিয়ে দেয়। পরবর্তী গৃহবন্দি ও কর্মহীন বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়ান ও আমানউল্যাপুর ইউনিয়ান বুধবার ও বৃৃৃৃহস্পতিবার রাতের অন্ধকারে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী সার্বিক সহযোগীতায় ছিলেন, মোঃ ইয়াছিন আরাফাত (রায়হান), আলমগীর হোসেন (জুয়েল), মোঃ পারভেজ হোসেন, ডাঃ আকমল হোসাইন। আলাইয়ারপুর ইউনিয়ান ও আমানউল্যাপুর ইউনিয়ান রাতের অন্ধকারে বাইকে করে একশত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
ইয়াছিন আরাফাত বলেন, আলহামদুলিল্লাহ বহু পরিশ্রমের পর অবশেষে নিত্য-প্রয়োজনীয় ত্রানসামগ্রী শত পরিবারের ঘরে রাতের অন্ধকারে মোটরবাইক করে পৌছে দিয়েছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল মানুষদের যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
Leave a Reply