বিশেষ প্রতিনিধি :
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা থেকে করােনাভাইরাসের পরিস্থিতি মােকাবেলার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৫০০ দরিদ্র পরিবারে জন্য ৫টন চাউল এবং নগদ ২০,০০০ টাকা বরাদ্ধ করে।
চন্দ্রগঞ্জ ইউনিয়নের মেম্বারের মাধ্যমে এই ত্রাণ বিতারণ করেন চেয়ারম্যান, প্রতি ওয়ার্ডে বৃহস্পতিবার ৫৫পরিবারের মাঝে চাউল, আলু ও সাবান বিতরণ করা হয়।
৮নং ওয়ার্ডের কফিল উদ্দিন মেম্বার বলেন, আমি বাংলাদেশ সরকার ও ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশ অনুসারে ইউনিয়ন পরিষদ থেকে আমার ওয়ার্ডের বরাদ্ধ কৃত ৫৫পরিবারের চাউল, আলু ও সাবান বুঝে নিয়ে ধন্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এনে সামাজিক দূরত্ব রেখে ত্রাণ কমিটিকে সাথে নিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।
চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, আমি সকল মেম্বার, মহিলা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তির সমন্নয় করে তাদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে তালিকা সংগ্রহ করেছি । সেই তালিকা অনুসারে সরকারের বিধিমালা অনুযায়ী প্রথমে ৫৫জনকে ত্রাণ সামগ্রী দিয়েছি। পরবর্তীতে তালিক অনুপাতে সরকারী ত্রাণ দেওয়া হবে।
Leave a Reply