বিশেষ প্রতিনিধি :
করোনাভাইরাস কোভিড-১৯ দুর্যোগ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা থেকেকরােনাভাইরাসের পরিস্থিতি মােকাবেলার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৭’শ দরিদ্র পরিবারে জন্য ৭টন চাউল এবং নগদ ২৭হাজার টাকা বরাদ্ধ করে।
চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবলু মেম্বারের মাধ্যমে বৃহস্পতিবার ৭’শ পরিবারের মাঝে চাউল, আলু ও সাবান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ত্রাণ বিতারণ মনিটরিং উপ- কমিটির আহ্বায়ক ও উপসহকারী প্রকশোলী এলজিইডি মো.মনজুরুল আলম, ত্রাণ বিতারণ মনিটরিং উপ- কমিটির সদস্য ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা ওমর ফারুক, ত্রাণ বিতারণ মনিটরিং উপ- কমিটির সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো.জাবের হোসেন, ত্রাণ বিতারণ মনিটরিং উপ- কমিটির ও ইউনিয়ন পরিষদ সচিব গাজী আব্বাছ উদ্দিনসহ ৯ওয়ার্ডের মেম্বারবৃন্দ।
চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, আমি সকল মেম্বার, মহিলা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তির সমন্নয় করে তাদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে তালিকা সংগ্রহ করেছি । সেই তালিকা অনুসারে সরকারের বিধিমালা অনুযায়ী ত্রাণ সামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন,করোনাভাইরাসের কারণে গরীব অসহায় মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ চালু করেছেন। আমাদের ইউনিয়নে প্রথম দফায় ৮০জন, দ্বিতীয় দফায় ১০০জন, তৃতীয় দফায় ৫০০জন এবং বৃহস্পতিবার চতুর্থ দফায় ৭০০জনকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
Leave a Reply