বিশেষ প্রতিনিধি :
সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকেই বেগমগঞ্জের চৌরাস্তায় অবস্থিত আবদুল মালেক উকিল মেডিকেল কলেজেই শুরু হবে এই পরীক্ষা।
এ জন্য নতুন করে স্থাপন করা হচ্ছে অত্যাধুুনিক ল্যাব। শনিবার এর কাজ শেষ হয়েছে।
জানা গেছে, নোয়াখালী একটি প্রবাসী অধুষ্যিত জেলা ও ঘনবসতিপূর্ণ এলাকা। বিষয়টি উল্লেখ করে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সংশ্লিষ্ঠ দপ্তরে চিঠি পাঠায়। এরপর টেলি কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
জেলাবাসীর দাবির বিষয়টি জেলা প্রশাসক উল্লেখ করার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশেই এই পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু কিটসহ আনুষাঙ্গিক মেশিনের সংকটে পরীক্ষাগারটি স্থাপন করা যাচ্ছিল না। পরবর্তীতে এগিয়ে আসেন করোনা ভাইরাস টেস্টিং ল্যাব স্থাপনকারী প্রতিষ্ঠান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা ওভারসীজ মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান ও এমডি মারুফ। প্রতিষ্ঠানটি উদ্যোগী হওয়ায় নোয়াখালীতে করোনা টেস্ট ল্যাব স্থাপনে সকল বাঁধা দূর হয়ে যায়।
এছাড়াও, এই পরীক্ষাগার স্থাপনের জন্য নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক তন্ময় দাস, নোয়াখালী বিএমএ’র সভাপতি ডা. এম এ নোমান, স্বাচিপ নোয়াখালী জেলার সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবসহ সংশ্লিষ্ঠদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মেডিকেল কলেজে একটি সম্পূর্ণ নতুন করোনা টেষ্ট ল্যাব স্থাপিত হতে যাচ্ছে।
এই ল্যাব স্থাপনের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর মানুষ সহজেই করোনা ভাইরাস পরীক্ষা করে উপকৃত হবে। অনেক হয়রানী থেকে বাঁচবে।
স্বাচিপ নোয়াখালী জেলার সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন জানান, আমাদের সবার চেষ্টার ফসল এই ল্যাব। এই ল্যাব স্থাপনের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লার দক্ষিণাঞ্চলসহ অত্র অঞ্চলের মানুষ সহজেই সেবাটি পাবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে।
জেলা প্রশাসক তন্ময় দাস জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশেই পরবর্তীতে সব কিছু করা হচ্ছে। এই ল্যাব স্থাপনের মাধ্যমে আমরা সহজেই করোনা ভাইরাস পরীক্ষার রেজাল্ট জানতে পারবো। এতে করোনায় আক্রান্ত যেকোন রোগীকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আমাদের সুবিধা হবে।
Leave a Reply