বিশেষ প্রতিনিধি :
ঈদের আগে দোকান কর্তৃপক্ষ নিয়ম মানলে ও মানছেন না ক্রেতারা। আবার কোনো কোনো দোকানে নেই করোনা সংক্রমণ নিরোধক ব্যবস্থা। অন্যদিকে যারা সুরক্ষা নিশ্চিত করছেন, ক্রেতার অসচেতনতায় তারাও রয়েছেন ঝুঁকিতে। সব মিলে নিয়ম না মানার পাল্লা ভারি থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। একদিকে বিক্রেতাদের উদাসীনতা অন্যদিকে ক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব। অনেক অভিভাবককে শিশুদের নিয়ে বাজারে নিয়ে আসতে দেখা যায়।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ এলাকার মৃত্যুর মিচিল ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় চন্দ্রগঞ্জ বাজারকে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত (১০ মে) থেকে সরকারী ঘোষণা অনুযায়ী চন্দ্রগঞ্জ বাজারকে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরুত্ব নিশ্চিত করে সীমিত পরিসরে দেকান খোলার অনুমতি দেওয়া হয়। এরপর থেকে কোন রকম সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মেনেই চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসা কার্যক্রম পরিচালিত হতে থাকে । gratisporno.
চন্দ্রগঞ্জ থানা প্রশাসন ও চন্দ্রগঞ্জ বাজার কমিটি নানা রকম উদ্যোগ নিয়ে বাজারের জনস্রোত ও করোনার ঝুঁকি সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করেন কিন্তু সাধারন মানুষ কোন রকম বিধি নিষেধই মানছেনা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪টার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বাজারের করোনা ঝুঁকি এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে , সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে চন্দ্রগঞ্জ বাজার কমিটি এবং ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন। এসময় তিনি পুলিশ সদর দপ্তর থেকে আসা স্বাস্থ্যবিধি সম্বলিত চিঠি সবাইকে পড়ে শুনান এবং এই সব নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য বলেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১৩ মে) সকাল থেকেই চন্দ্রগঞ্জ বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কোন ব্যবসায়ীই কোন রকম সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখে। এই অবস্থার প্রেক্ষিতে চন্দ্রগঞ্জ থানা এলাকার সাধারন মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে বৃহস্প্রতিবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য চন্দ্রগঞ্জ বাজারকে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়। শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান মুদি ও কনফেকশনারী, ঔষুধ দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে, বাকী সব দোকান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়।
চন্দ্রগঞ্জা থানা প্রশাসন ও চন্দ্রগঞ্জ বাজার কমিটির এই ধরনের সিদ্ধান্তে সচেতন মহল স্বস্তি প্রকাশ করেন।
Leave a Reply