নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা যুবদলের পরিচিতি ও বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ৩০শে ডিসেম্বর নির্বাচন দেশের জনগণ মেনে নেইনি। এ নির্বাচন বিদেশেও কেউ মেনে নেয়নি। তিনি বলেন র্যাব, পুলিশ, নির্বাচনী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় আগের দিন রাতে ভোট জালিয়াতি করে নৌকা মার্কায় ভোট দিয়েছে। তিনি বলেন, এ ঘটনা সারা দেশের কোটি কোটি মানুষ দেখেছে। তাই এটি একটি প্রহসনের নির্বাচন হয়েছে। তাই বর্তমানে আইনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, তাই আন্দোলনের কোনো বিকল্প নেই এবং এই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি উপস্থিত কর্মীদের সচেতন থেকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো. শাহজাহানের মাইজদীস্থ নিজ বাড়িতে এ অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে তৃণমূলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলের ডাক দেয়ার জন্য আবেদন জানান।
Leave a Reply