বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউপি ও রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এরআগে দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এছাড়া রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহনাজ আক্তার।
এতে চন্দ্রগঞ্জ ইউপির নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) নুরুল আমিন ১৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) তোফায়েল আহম্মদ পেয়েছেন ১৫৮৪ ভোট। অপরদিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) শাহিনুর বেগম রেখা পেয়েছেন ১১ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) নজরুল ইসলাম পেয়েছেন ৪শ’ ৫৫ ভোট।
এ দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী দুই প্রার্থীর কর্মী সমর্থকরা আনন্দ মিছিলসহ বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। এরপরই উপনির্বাচনের মাধ্যমে এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদ পূরণের লক্ষ্যে কাজ শুরু করে নির্বাচন কমশিন।
Leave a Reply