প্রতিদিনের খবর ডেস্ক :
তৃণমূল পর্যায়ে শিক্ষা-সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। চলতি বছরের শুরুতে বৈশ্বিকভাবে হঠাৎ করোনা ভাইরাস মহামারি দেখা দিলে যেখানে বিশ্বের অনেক শক্তিশালী দেশে হাহাকার দেখা দিয়েছে, সেখানে বাংলাদেশ সরকার চরম ধৈর্য নিয়ে কাজ করার মাধ্যমে দেশের জনগণকে সর্বাত্মক সহযোগিতা ও সুস্থ রাখার ব্যবস্থা করেছে।
ধর্ম, বর্ণ, ধনী, গরীব, ব্যবসায়ী ,শিক্ষা -সংস্কৃতিক ব্যক্তিত্ব সকল পর্যায়ের মানুষকে পর্যাপ্ত সহযোগিতা করেছে সরকার, যা এখনো অব্যাহত আছে। বিশেষ করে সংস্কৃতি সংগঠন, সেচ্ছাসেবী সংগঠনগুলো অতীতে এতটা সহযোগিতা পায়নি বর্তমান সরকার যেভাবে সহযোগিতা করেছে। করোনা কালীন সময়ে দুস্থ সংস্কৃতিকর্মীদের পাশাপাশি তৃণমূল সেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি গ্রন্থাগার গুলোকেও সরকার সহযোগিতার আওতায় নিয়ে এসেছে। ২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৭৩২ টা গ্রন্থাগারে সরকার ৩,৬৫,০০০০০ (তিন কোটি পয়সুট্রি লক্ষ ) টাকা অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থ কেন্দ্র। ১৪০০ আবেদন করলেও স্হানীয় প্রশাসনে সরেজমিন যাচাই -বাছাই করার মাধ্যামে অনুদান প্রাপ্ত গ্রন্থাগার চূড়ান্ত করা হয় । যাতে করে প্রকৃত গ্রন্থাগার উদ্যোক্তাদের হাতে অনুদান পৌঁছে, যার ৫০% ব্যাংকিং চ্যানেল পাঠানো হয়, ৫০% সমপরিমাণ টাকার বই দেওয়া হয়। যা সংগ্রহ করতে হয় গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্র হতে। করোনা ঝুঁকি এড়াতে ১লা সেপ্টেম্বর হতে ২৯ অক্টোবর বিভাগ ভিত্তিক বই সরবরাহ করা হয়, পাশাপাশি বই নেওয়ার জন্য দেওয়া হয় নির্ধারিত পরিমাণ যাতায়াত ভাতা। তারই ধারাবাহিকতায় চট্রগ্রাম বিভাগের লক্ষ্ণীপুর জেলায় “গোফরান স্মৃতি পাঠাগার “সহ সর্বোচ্চ ১৪ টি পাঠাগার সরকারি অনুদান প্রাপ্ত হয়। বই সংগ্রহ করতে আশা প্রতিনিধিদলের আহবান ছিলো সরকার যেন অনুদান প্রদানের এই ধারা নিয়মিতভাবে অব্যাহত রাখে।
Leave a Reply