লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে পরিষদের সচিব, সাধারণ সদস্যবৃন্দ এবং মহিলা সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এউপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহছানুল কবির রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন, সদর (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, ইউপি সচিব আব্বাস উদ্দিন, ইউপি সদস্য হামিদুল হক ও ওবায়দুল হক হিরন।
এছাড়াও বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমুখ।
পরে মাওলানা রেদোয়ান আহম্মেদের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। পরে তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেয়া হয়। গত ২০ অক্টোবর নির্বাচন সম্পন্ন হয় এবং ১৫ নভেম্বর রবিবার জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল লক্ষ্মীপুরের নবনির্বাচিত ৩ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply