বিশেষ প্রতিনিধি :
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে চন্দ্রগঞ্জ থানার ওসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারি) বিকাল ৪টায় চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম ছাবির আহাম্মদ বলেন, চন্দ্রগঞ্জ থনার ওসি মো. জসিম উদ্দিন একজন যোগ্য মেধাবী ওসি। যোগ্যতা, সততা ও কর্মনিষ্ঠার জন্য চন্দ্রগঞ্জবাসী তাকে হৃদয়ে স্থান দিয়েছে। এজন্য চন্দ্রগঞ্জবাসী তাকে দীর্ঘদিন স্মরণে রাখবে।
বিদায়ী ওসি জসিম উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তা কখনো ভুলবো না। স্থান পরিবর্তন হলেও আমি চন্দ্রগঞ্জবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছি না। আমি আপনাদের মাঝে সব সময় থাকতে চাই।
এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, প্রতাপগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান প্রমূখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহামুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষক সম্পাদক শাহাদাৎ হোসেন মাসুদ, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুর মোহাম্মাদ জিবন, সাধারণ সম্পাদক সাজু পাঠোয়ারী, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, সাইফুর রহমান জিকু, হৃদয় পাঠোয়ারীসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জর থানার ওসি মো. জসীম উদ্দীন লক্ষ্মীপুর সদর মডেল থানায়, সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়াকে জেলা ডিবি পুলিশের ওসি এবং জেলা ডিবি পুলিশের ওসি ফজলুল হককে চন্দ্রগঞ্জর থানার ওসি হিসেবে রদবদল করা হয়েছে।
Leave a Reply