বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি২১) বাংলাদেশ প্রেস কাউন্সিল তোপখানা রোড সেগুনবাগিচা ঢাকার হল রুমে অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ৫৫ জন্য অংশগ্রহণ করে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় ট্রেনিং পরিচালনা করেন গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রেস কাউন্সিল সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা।
কর্মশালা শেষে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী চন্দ্রগঞ্জ প্রেসক্লেবের পাঁচ সদস্য সহ অন্যান্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
Leave a Reply