লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে জনসচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে একযোগে পুলিশ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
জনসচেতনতামূলক এই কর্মসূচি উপলক্ষে চন্দ্রগঞ্জে পৃথক দুটি সমাবেশ ও র্যালি করা হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- করোনা সংক্রমণ মোকাবেলায় জনগণকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বার বার হাত ধুতে হবে। ঝুঁকিপূর্ণ জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।
Leave a Reply