প্রতিদিনের খবর ডেস্ক :
প্রতি বছরের মতো এবারো বগুড়া থেকে বিদেশে আলু রপ্তানি শুরু হয়েছে। চলতি মৌসুমে বগুড়া থেকে ১১ হাজার ২০০ টন আলু বিদেশে রপ্তানি হবে। জেলার কৃষি কর্মকর্তারা জানান, দেশের রপ্তানিকারকদের এজেন্ট বগুড়ার হাট-বাজার থেকে ২২ হাজার কোটি টাকার উন্নত মানের আলু ক্রয় করবে।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুজ্জামান জানান, বৃষ্টিতে বা রোগবালাই না থাকায় চলতি আলু মৌসুমে বগুড়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। জেলায় এবার ৫৫ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। যা থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় ১৩ লাখ টন আলু। বগুড়ার আলুর গুণগতমান খুব ভালো, তাই বগুড়া থেকে আলু রপ্তানির পরিমাণ দিন বৃদ্ধি পাচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসমে গত মৌসুমের চেয়ে আলু রাপ্তানির পরিমাণ বেশি। শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার জানান, গত মৌসুমে প্রায় সাড়ে সাত হাজার টন আলু বগুড়া থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু করোনার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। গত বছর করোনার প্রথম ঢেউ শুরু হওয়ায় আমরা আলু রপ্তানিতে পিছিয়ে পড়ি। এবার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবার আবহাওয়া অনুকূল থাকায় বগুড়ায় উন্নত মানের আলু উৎপাদন হয়েছে।
প্রতিবছর জেলার শিবগঞ্জ উপজেলা থেকে আলু রপ্তানি হয়ে থাকে। এই অঞ্চলের আলু খুব প্রসিদ্ধ। এখনে প্রায় ২০-২২ জাতের আলু উৎপাদন হচ্ছে। এর মধ্যে যেসব আলু বেশি হয়ে থাকে তা হলো স্থানীয় জাতের পাখড়ি, হাগড়াই ও রোমানা ছাড়াও উচ্চফলনশীল অ্যালভেরা, গ্যানোলা, অ্যাস্ট্রারিক বা স্টিক, কার্ডিনাল, ডায়মন্ড, অ্যাস্ট্রারিক ও ক্যারেট। জেলা থেকে প্রায় পাঁচটি দেশীয় প্রতিষ্ঠান আলু ক্রয় করছে। মাসওয়া অ্যাগ্রো, একে ট্রেডার্স, লস্কর, বায়ান অ্যাগো ব্যবসায়িক প্রতিষ্ঠান আলু ক্রয় করছে। ইতোমধ্যে বগুড়া থেকে পাঁচ হাজার ৬০০ টন আলু রপ্তানি হয়েছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তারা। বগুড়া থেকে সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকাসহ কয়েকটি দেশে আলু রপ্তানি করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন। রপ্তানিযোগ্য আলু পাঁচ ও ১০ কেজির প্যাকেট করছেন শ্রমিকরা। প্যাকেটজাত করে বিদেশে পাঠানো হচ্ছে।
Leave a Reply