বিশেষ প্রতিনিধি :
র্ট্রলি চলাচল বন্ধে নিজ অবস্থানে অনড় থাকলেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন।
ড. আনোয়ার হোসেন খাঁন আজ রবিবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ট্রলি মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দকে জানান, সারাদেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, রাস্তাঘাট নির্মান হচ্ছে। অথছ ট্রলির কারনে রাস্তাঘাটগুলো ভেঙ্গে যাচ্ছে। নষ্ট হচ্ছে গ্রামীন সড়কপথ। সরকারীভাবে বরাদ্ধ এখন কঠিন হয়ে যাচ্ছে। তার উপর ট্রলির কারনে দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসময় ট্রলি মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দকে জানান, আপনারা বিকল্প ব্যাবস্থা গ্রহণ করুন আমি সহযোগীতা করবো। পিকআপ ক্রয়ে আমি সর্বাত্মক সহযোগীতা করবো।
এসময় কয়েকজন চালক জানান, ট্রলি বন্ধ হয়ে গেলে আমাদের পথে বসতে হবে। প্রায় ৫ শতাধীক ট্রলি চালকদের সাথে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা। একটি নিয়ম করে দেয়া হোক, বছরের ৬ মাস (বর্ষাকাল) ট্রলি বন্ধ রেখে বাকী ৬মাস চালানোর অনুমতি দেয়া হলে আমরা পরিবার পরিজন নিয়ে দু মুঠো খেতে পারবো। এ মুহুর্তে ট্রলি চলাচল বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাবো।
এসময় চালক ও মালিকগণ আরো জানান, হাজীগঞ্জ থেকে ১০ চাকার বিশাল ড্রাম ট্রাক হাজার হাজার ফুট বালি ভর্তি করে যাতায়াত করায় সড়কের বেশি ক্ষতি হচ্ছে। ড্রাম ট্রাকের শব্দে ও দ্রুত গতির কারনে সড়কের আশেপাশের বাসাবাড়ীতে থাকাও দায়। অথছ প্রশাসন সে দিকে নজর দিচ্ছে না।
Leave a Reply