লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের সড়ক সম্প্রসারণ কাজের জন্য অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে গ্যাস পাইপ ও বিটিসিএল এর টেলিফোনের অপটিক্যাল ফাইবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার দুপুরে সওজ কার্যালয়ের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এতে দুগোর্ভের মধ্যে পড়েছে ওই এলাকার গ্যাস এবং টেলিফোন সংযোগ ব্যবহারকারীরা।
স্থানীদের অভিযোগ, সম্প্রসারণ কাজের জন্য সড়কের পাশে অপকিল্পিত খোঁড়াখুড়ির কারণে গুরুত্বপূর্ণ এ দু’টি সংস্থার লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে এ ঘটনার জন্য সড়ক ও জনপথ বিভাগ দূষছেন গাস এবং বিটিসিএল সংশ্লিষ্টদের। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনভিজ্ঞতাকে দুষলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।
বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. লক্ষ্মীপুর শাখার সহকারী প্রকৌশলী (বিক্রয়) মো. বোরহান উদ্দিন জানান, সড়ক বিভাগ থেকে তাদের অবগত না করেই সড়ক খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসের পাইপ লাইন বিচ্ছিন্ন হয়ে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা গ্যাস নির্গত হয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এ ধরনের কাজ শুরু করার আগে সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি আমাদের অবহিত করেনি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাস্থলে এসে বিটিসিএল’ লক্ষ্মীপুর অফিসের জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. জাফর আহমদ জানান, খোঁড়াখুঁড়ি করতে গিয়ে তাদের (৯৬ অপটিক্যাল ফাইবার কোর এবং ২৪ পেয়ারের কোর এবং আন্ডারগ্রাউন্ড সিভিলের ইন্টারনেট লাইন) কয়েকটি সংযোগ কেটে ফেলা হয়। তাছাড়া কেন্দ্রীয় মেশিন ভেঙে যায়। এতে বিটিসিএলর ব্যাপক আর্থিক ক্ষতি হয় বলে জানান তিনি।
এ ঘটনায় সড়ক ও জনপদ বিভাগ উল্টো দোষারোপ করে বলছেন, দেড় মিটার গভীরে গ্যাস ও অপটিক্যাল লাইনসহ বিভিন্ন ইউটিলিটি থাকার কথা। কিন্তু সড়ক সম্পসারণের কাজের জন্য সড়কের একপাশে বক্স কাটতে গেলে মাত্র আধা মিটার গভীরে গ্যাস পাইপ ও টেলিফোন ক্যাবল পাওয়া যায়। ফলে দুর্ঘটনা ঘটেছে। এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ি।
জানা গেছে, লক্ষ্মীপুর শহরের সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ঝুমুর সিনেমাহল থেকে দক্ষিণ তেমুহনী হয়ে রামগতি সড়ক হয়ে দক্ষিণে ২ কিলোমিটার এবং দক্ষিণ তেমুহনী থেকে বাজার সড়ক হয়ে উত্তর তেমুহনী পর্যন্ত ৩৬ ফুট সড়ক প্রশস্ত করা হবে। যার ব্যায় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি টাকা। সম্প্রতি কাজের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স ও সালে বাবু জয়েন্ট বেঞ্চার দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সম্প্রসারণের কাজ শুরু করে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত মাটি কাটার যন্ত্র (স্কেভেটর) এর সাহায্যে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সওজ কার্যালয় সংলগ্ন রাস্তার পূর্ব পাশে মাটি কাটতে গেলে মাটির নীচে থাকা গ্যাস পাইপ ও বিটিসিএল এর ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টা ঝুঁকিপূর্ণভাবে গ্যাস পাইপ লাইন থেকে গ্যাস নির্গত হতে থাকে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এর প্রকৌশলী খন্দকার তারেক আজিজ জানান, মাটির নিচে গ্যাস ও বিটিসিএল’র লাইন সম্পর্কে তারা অবগত নন। ফলে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোজাম্মেল হক জানান, ইতোপূর্বে ওই দুইটি সংস্থাকে অবহিত করা হয়েছিল। প্রয়োজনে আবারও চিঠির মাধ্যমে তাদেরকে অবহিত করা হবে। তবে সংযোগ লাইনগুলো দেড় মিটার গভীরে থাকার কথা থাকলেও আধা মিটার মাটি খোঁড়ার পরে কিভাবে গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলো তা তাঁর বোধগম্য নয়।
Leave a Reply